0
তুমি যদি কখনও আমাকে বলতে ভালবাসি তাহলে আমি কি বলতাম?
আমি বলতাম, ভালবাসি।
তুমি কি কখনও বলেছ?
না বলনি।
তাইতো আমিও বলিনি।
এমন ঘটনা’ কেন সৃষ্টি হল?
‘তুমি মনে হয় কোন একদিন তারার দেশে ছিলে; সেখানে তারা তোমাকে বলেছে, তারা তোমার নাম কি? তুমি বলেছ,আমি তো তারা নই।সেই থেকে তারা তোমার উপর রাগ।এখন তারা তোমাকে দেখলেই ভেংচি কাটে।’ সেই থেকে তোমার ঘুম আসেনা। এজন্য তুমি আমার উপর বিরক্ত।
আমি বলি বিরক্ত- টিরক্ত বাদ দাও।তুমি গিয়ে তারাকে বল, তারা তুমি তারা।দেখবে, তারা তোমাকে দেখে হাসছে। তখন তোমার ভাল লাগবে।তুমি আমাকে….. না বলে থাকতে পারবেনা।
এমন একটি ঘটনার কি সৃষ্টি হবে?
হবে।
তাইতো আমি গুনগুনাগুন গান শুনি।
আরো পড়ুন-
- টরেন্ট সাইট কিভাবে কাজ করে?
- অনলাইন শপিং সাইট
- ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন পদ্ধতি
- কিভাবে টুইটার একাউন্ট খুলতে হয়?
- এলোভেরার উপকারিতা

0