0
যেই চোখে তোমাকে দেখি সেই চোখে আর কাউকে দেখি? না।তাইতো সেই চোখ আমার সবচেয়ে প্রিয়।এখন বল, সেই চোখ আমি কি করব? সেই চোখ আমি যদি আমি আমার আমি আমার মনের খাতায় জমা না রাখি তাহলে কি হয়? তাইতো সেই চোখ আমি আমার মনের খাতায় জমা রাখব।
যদি এমন হয় হয় সেই চোখ আমার হারিয়ে গেছে তাহলে আমি কি করব? দ্রুত গিয়ে সেই চোখ উদ্ধার করব; বলব, “তুই সারাক্ষণ এখানে থাক্, এখানে না থাকলে আমার কি হয় তুই জানিসনা?”
সেই চোখের গল্প করতে বসলে কতক্ষণ লাগবে? নিশ্চয়ই রাত পেরিয়ে দিন হয়ে যাবে। কারন, সেই চোখের গল্প যে শেষ হবার নয়।এমন একটি চোখ যদি আর কারো থাকত সে কি করত? নিশ্চয়ই মরে যেত ; বলত আমার এমন একটি চোখ আছে আমার আর কি চাই? আমার মরে যাওয়াই ভাল।
আরো পড়ুন-
- নিজের লেখা গল্প
- বিজ্ঞাপনের স্ক্রিপ্ট লেখার নিয়ম
- পরিসংখ্যানে তথ্য ও উপাত্ত কাকে বলে
- আটা ও ময়দার মধ্যে পার্থক্য
- যমজ মৌলিক সংখ্যা কাকে বলে

0