0
একটি ফুলও ফোটেনি, একটি পাখিও গায়নি, একটি নদীও ছোটেনি।কারন, তুমি আমার ছিলেনা। আজ তুমি আমার হও সব ফুল ফুটুক, সব পাখি গাক্, সব নদী ছুটুক্।না,না আমার তোমার হওয়ার কোন সম্ভাবনা নেই। তাহলে কি কোন ফুল ফুটবেনা,কোন পাখি গাইবোনা, কোন নদী ছুটবেনা? ফুল ফুটবে, পাখি গাইবে, নদী ছুটবে যদি তুমি আমার কপোলে একটি বাদামী রঙের তিলক এঁকে দাও।এই যে এঁকে দিলাম। এখন সব ফুল ফুটল……………..।
আরো পড়ুন-
- নিজের লেখা গল্প
- বিজ্ঞাপনের স্ক্রিপ্ট লেখার নিয়ম
- পরিসংখ্যানে তথ্য ও উপাত্ত কাকে বলে
- আটা ও ময়দার মধ্যে পার্থক্য
- যমজ মৌলিক সংখ্যা কাকে বলে

0