0
হেমন্তের বিকেল শেষে
শীতে সকাল আসে,
এভাবেই যাচ্ছে সময়
তোমার প্রহর গুনে।
কথার পিঠে কথা সাজিয়ে
বাহানা করেছো হাজার,
কি জানি,সেদিন শুনেছি আমি
চার গ্রামে দূরে নাকি গড়েছো তুমি মাজার।
নবীন আমি প্রবীণ হলাম
গড়লাম না কারো ঘর,
যে ছিলো আমার সবচেয়ে আপন
সে হলো আজ পর।
ফিরে এসে যদি তুমি না পাও মোরে
এই হলো আমার ভয়,
এই খানে এই ছাতিম তলায়
জীবন করছি ক্ষয়।
0