তুমি

0

হেমন্তের বিকেল শেষে

শীতে সকাল আসে,

এভাবেই যাচ্ছে সময়

তোমার প্রহর গুনে।

কথার পিঠে কথা সাজিয়ে

বাহানা করেছো হাজার,

কি জানি,সেদিন শুনেছি আমি

চার গ্রামে দূরে নাকি গড়েছো তুমি মাজার।

নবীন আমি প্রবীণ হলাম

গড়লাম না কারো ঘর,

যে ছিলো আমার সবচেয়ে আপন

সে হলো আজ পর।

ফিরে এসে যদি তুমি না পাও মোরে

এই হলো আমার ভয়,

এই খানে এই ছাতিম তলায়

জীবন করছি ক্ষয়।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Humi

Author: Humi

আমি নতুন,নিজের কনফিডেন্স বাড়ানোর চেষ্টা

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

ডায়না-৬

ডায়না নামে যে মেয়েটি রোজ রাতে  আমার কাছে আসত সে অনেক সুন্দরী ছিল।এসেই বলত, আমি তোমাকে ভালবাসি। আমার কি যে

Leave a Reply