0
ভালবাসি বলে সব সুন্দরঃ সুন্দর আকাশ, সুন্দর বাতাস, সুন্দর নদীর জল, সুন্দর তারা ভরা রাত; শুধু সুন্দর নয় তোমার হাসি, সেটিও সুন্দর । এবার বল, আমাকে কি দেবে? যদি তুমি আমাকে লাল বেনারসি শাড়ি দাও তাহলে অনেক ভাল হয়।আর যদি সেটি না দাও কাতান শাড়ি দাও ; সেটি আমি অনেক ভালবাসি।যদি সেটিও না দাও তোমার দুই চোখের কালো গ্লাস দাও সেটি নিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব।যে যাই বলুক তুমি আমার তিন চাকাওয়ালা গাড়ি। কাজেই তুমি আমায় সবচেয়ে সুন্দর জিনিস’ দিবে এটাই আমি মনে করি।সবচেয়ে সুন্দর জিনিস’ যদি তোমার আরাধ্য হয় সেটি তুমি দিওনা ; দিও এমন একটি জিনিস যেটির জন্য তোমার মন এদিক ওদিক চায় আর বলে আসলে আমিতো এটি চাইনা।
আরো পড়ুন-
- টরেন্ট সাইট কিভাবে কাজ করে?
- অনলাইন শপিং সাইট
- ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন পদ্ধতি
- কিভাবে টুইটার একাউন্ট খুলতে হয়?
- এলোভেরার উপকারিতা

0