0
বলতো এ পৃথিবী সুন্দর না অন্য এক পৃথিবী যার কথা তুমি গতকাল বলেছ সে পৃথিবী সুন্দর? এ পৃথিবী সুন্দর। কেন? কারন, সে পৃথিবীতে আলো আছে, অন্ধকার আছে, গায়ে পড়ে যাওয়ার তৃষ্ণা আছে; শুধু তোমার আমার ভালবাসা নেই। তাহলে? এ পৃথিবীতেই আমরা থাকব।এবার বল,এমন একটি পৃথিবী আর আছে কিনা? আছে। সেটি কোথায়? চন্দ্রালোকের দেশে। সে পৃথিবীতে একদিন আমরা যাব; দেখব সেটি কত সুন্দর; তুমি যদি বল এটির চেয়ে সেটি সুন্দর তাহলে আমরা সেখানেই থেকে যাব।এবার বল তুমি কি বলবে? আমি সেটির কথাই বলব; কারন, সেথায় একটি বট গাছ আছে যেটি সারাক্ষণ আমাদের কথা বলে।
তাহলে আমরা সে পৃথিবীর অপেক্ষায় দিন গুনতে থাকি।
আরো পড়ুন-

0