0
কেন আমাকে ভালবাস একবার বলবে কি? আমি ভালবাসি তোমার দাঁতের জন্য। কেন দাঁতের আবার কি হল? দাঁতের আগা অনেক সুন্দর। তাহলে এ দাঁতের আগা তোমাকে দিয়ে দেই? দাঁতের আগা দিয়ে আমি কি করব? দিনরাত দাঁত মাজবে।এমন দাঁত আমার দরকার নেই। তাহলে দাঁতের কথা বললে কেন? বলেছি, দেখছি তুমি কি কর।তাহলে নাও দাঁতের আগা নাও, এটা দিয়ে তুমি মুখের ব্রাশ বানাইও।

0