0
জানি তুমি এখন আর হাসনা; কাউকে তুমি হাসতে দেখলে তাকে তোমার ভাল লাগেনা । কেন এমন? ‘ তুমি বুঝি কাউকে ভালবাসি বলবে বলেছ; কিন্তু তাকে ভালবাসি বলনি ।তাই সে তোমার উপর রাগ করেছে। তাতে কি হয়েছে? তুমি তাকে গিয়ে বল, আমি তোমাকে পরে একদিন ভালবাসব।তারপরও সে যদি তোমাকে ভাল না বাসে তুমি সে কথা আমাকে জানিও। কিভাবে তাকে মানুষ করতে হবে সেটা আমার জানা আছে। তুমি যদি তাকে সাতশ ফুট জলের নীচে নিক্ষেপ করতে বল আমি তা করব; শুধু একটা কথা বলব,’ – আমি আর হাসবনা’- এই কথা তুমি বিশ্বাস কোরোনা।কারন, এই কথা বিশ্বাস করলে আমার দিন ভাল কাটবেনা।কারন, আমি যে তোমার হাসি বড় ভালবাসি।
আরো পড়ুন-

0