নুসরাত নামের ইসলামিক অর্থ কি?

0

অনেক বাবা মা বা মেয়েরা তাদের নামের অর্থ জানতে আগ্রহী। তাই তারা নিজের নামের অর্থ খুজে থাকে । তেমনি নুসরাত নামের মেয়েরা তাদের নামের অর্থ জানতে চায়। তাই আজকে আমরা এই পোস্টের মাধ্যমে জানব নুসরাত নামের অর্থ কি নুসরাত নামের ইসলামিক অর্থ কি।

নুসরাত নামের অর্থ কি

নুসরাত নামের অর্থ আমরা জেনেছি  সহায়ক, সহায়তাকারী, সাহায্যকারী। নুসরাত নামের অর্থ টি অনেক সুন্দর। নুসরাত নামটি যেমন সুন্দর তেমনি এর অর্থও অনেক সুন্দর।

নুসরাত নামের ইসলামিক অর্থ কি

নুসরাত নামের ইসলামিক অর্থ আমরা জানতে পারি সহায়ক, সহায়তাকারী, সাহায্যকারী। সন্তানদের সুন্দর নাম রাখার ব্যাপারে ইসলামে তাগিদ দেওয়া হয়েছে। তাই প্রত্যেক বাবা মায়ের উচিৎ সন্তানদের জন্য ভাল নাম রাখা।

আমাদের উচিৎ ভাইরাল নাম না রেখে ইসলামিক নাম রাখা।

 

আরো দেখুনঃ 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Ripa Khatun

Author: Ripa Khatun

আমি একজন কনটেন্ট রাইটার। নিজের ওয়েবসাইটে পাশাপাশি লেখক এ লেখালেখি করি।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Chess:The board set up

Characters name: অনন্য (age 16) চঞ্চল (অনন্য র চাচা & মোসারফ র ভাই) মোসারফ করিম(অনন্য's father) রোহান(age 18) Story: কাহিনি

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

One Reply to “নুসরাত নামের ইসলামিক অর্থ কি?”

Leave a Reply