বাচ্চাদের নামের অর্থ

আয়হান নামের অর্থ কি?

শিশুদের নামের জন্য আয়হান একটি সুন্দর নাম। আয়হান আরবি শব্দ, যার অর্থ সৃষ্টিকর্তার সেবক। এছাড়া শব্দটি দয়ালু ও কোমল হৃদয়বান ব্যক্তিকেও প্রতিনিধিত্ব করে। যেহেতু এটি একটি আরবি শব্দ তাই আয়হান শব্দের সুস্পষ্ট বাংলা অর্থ হচ্ছে আল্লাহর সেবক।

শুধু যে আরবি ভাষাতেই নয়, আয়হান শব্দটি তুর্কি ভাষাতেও বিদ্যমান। তুর্কি ভাষা অনুযায়ী রায়হান শব্দের অর্থ চাঁদের রাজা।

বাচ্চাদের নামের অর্থ

আয়হান নামটি বাংলাদেশে অনেক আনকমন ও ইউনিক। এই সুন্দর নামটির বাংলা অর্থটিও অনেক সুন্দর ও ইসলামিক। আয়হান নামের মতো আরো কয়েকটি সমউচ্চারিত নাম হচ্ছে রায়হান, আয়মান, আরমান ইত্যাদি।

 

আরো নামের অর্থ জেনে নিন–