পঞ্চপান্ডব

পঞ্চপান্ডব আসলে কারা? চলুন জেনে নেই

0

পঞ্চপান্ডব মূলত প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতে ধর্মের পক্ষে থাকা পাঁচ ভাইকে বলা হয়। বাংলাদেশ ক্রিকেট এবং বাংলা সাহিত্যের পঞ্চপান্ডবের ধারণাটাও সেখান থেকেই এসেছে। কুরু বংশের রাজা পাণ্ডুর পাঁচ পুত্রকে পান্ডব বলা হতো। তারা দুর্যোধন, দুঃশাসন সহ কৌরবদের ১০০ ভাইয়ের সাথে যুদ্ধে জয়লাভ করেছিলেন। 

শব্দটি বাংলা সাহিত্যের পাঁচজন বিখ্যাত কবিকে বুঝাতে ব্যবহৃত হয় যারা স্বমহিমায় অন্যদের চেয়ে উজ্জ্বল ছিলেন। বাংলাদেশ ক্রিকেট দলে এমন পাঁচজন ক্রিকেটার হচ্ছেন- সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ

এই লেখাটিতে তিন ধরণের পঞ্চপান্ডব এবং বাংলা ভাষার পঞ্চকবির পরিচয় পাবেন। লেখাটি বড় তাই, চার ভাগে ভাগ করেছি। নিচের লিস্ট থেকে যেকোন অংশ পড়তে পারবেন-

ক্রিকেটে মাশরাফি অবসর নিয়েছেন, বাকি চারজন এখনো জাতীয় দলে খেলছেন। অনেক ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার মতো অবদান তাদের প্রত্যেকেরই ছিলো।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

প্রবন্ধ লেখক

Author: প্রবন্ধ লেখক

বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লেখার চেষ্টা করছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মৃত্যু তেমন সত্য

শশী, দিনমণি, ধরণী যেমন সত্য পাহাড়, নির্ঝর, সাগর যেমন সত্য অনন্তলতা, অলকানন্দা, নিশিগন্ধা যেমন সত্য সমুদ্রবল্লভা, ঝটিকা যেমন সত্য গগন,

গাছের মৃত্যু

যখন তোমরা গাছ কাটো তখন গাছের কত কষ্ট হয় বুঝতে পারো? ধরো, যে কুড়ুল দিয়ে গাছ কাটা হচ্ছে যদি সেই

Leave a Reply