হয়তো…….

0
কতবার মেলেছি দু-নয়ন
ধরা দেয়নি সে ধরা দেয়নি
হয়ত আমি বুঝিনি
বোঝার হয়ত বয়স হয়েছিলো না
বারবার সে আঘাত করে গেছে
মনের মাঝে এখনও অনেক চির ধরে আছে
তবু সে মুখে কিছুই বলেনি
হয়ত আমি বুঝিনি
বোঝার হয়ত বয়স হয়েছিলো না
আজও তার চোখে হাজারো কবিতা
নিঃশব্দে কান্না হয়ে ঝরে
যা শোনাতে চেয়েও বুকের মাঝেই চেপে ছিলো
হয়ত আমি বুঝিনি
বোঝার হয়ত বয়স হয়েছিলো না
পড়ুন-

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সোনার ছেলে চাই

সোনার ছেলে হবার জন্য চলো স্কুলে যাই, সবার আগে সোনার ছেলে হতে আমি চাই। লেখাপড়া শিখলে সেতো সোনার ছেলে হবে,

উপন্যাস মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "দুই" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ শান্তার বাবার নাম মইন আহমেদ।বিরাট বড় লোক ও বিশিষ্ট

ইচ্ছে আমার

ইচ্ছে আমার মোঃ রুহুল আমিন ইচ্ছে আমার বেঁচে থাকার মনেতে সেই আশা, রাখবে জানি বাঁচিয়ে মোর বাংলা মায়ের ভাষা। থাকবো

কিনবে বধূ শাড়ি

কিনবে বধূ শাড়ি মোঃ রুহুল আমিন সোনালী ধান ঘরে তুলতে কৃষক কাটে ধান, খুশির হাঁসি—-মুখে নিয়ে গাহে কৃষক গান ধান

One Reply to “হয়তো…….”

Leave a Reply