0
পাখির নীড়ের মত চোখ ছিল কার? বনলতা সেনের। সে চোখ দিয়ে সে কি করত?
জীবনানন্দকে ভালবাসত।
আজ কারও পাখির নীড়ের মত চোখ আছে?
না।
তাহলে আজ কেউ কাউকে ভালবাসে?
না।
তাহলে?
কবে একজন পাখির নীড়ের মত চোখওয়ালা পাওয়া যাবে?
এবার বল তুমি আমাকে ভালবাস কিনা?
না।
তাহলে তোমার পাখির নীড়ের মত চোখ নেই।
পাখির নীড়ের মত চোখ হবে কি করে?
যদি তুমি এই চোখওয়ালা’ ভালবাস।
হ্যাঁ, বাসি।
তাহলে তোমার পাখির নীড়ের মত চোখ আছে।
এবার বল এ চোখ দিয়ে তুমি কি করবে?
সারাক্ষণ শুধু ভালবাসব।
সারাক্ষণ ভালবাসলে হবে?
তাহলে?
মাঝে মাঝে বিরতি দিয়ে ভালবাসতে হবে।
আচ্ছা, ঠিক আছে তাই হবে।
তাহলে, তুমি সবচেয়ে সুন্দর পাখির নীড়ের অধিকারী।
এবার বল এ পাখির নীড় আগে পেলে তুমি কি করতে?
অনেক বেশি ভালবাসতাম।
তাহলে তুমি এমন এক পাখির নীড়ের অধিকারী যে পাখির নীড় পাখিরও নেই।
আরো পড়ুন-
- মোবাইল ফোনের দাম
- বিখ্যাত ব্যক্তিদের সেরা উক্তি
- ৩০০০০ টাকার মধ্যে সেরা মোবাইল
- কিশমিশ খাওয়ার উপকারিতা
- ক্রিকেট খেলার ইতিহাস
0