ভাঙবে তোমার মন

0

আপন থেকে পর যে ভালো
পরের থেকে বন,
বিপদ কালে কাঁদবে গুমরে
ভাঙবে তোমার মন।

আপন জনে থাকবে দূরে
চিনবে কতো মুখ,
নিজের করে ভাবছো যাদের
তাদের থেকে দুখ।

রক্তের বাঁধন স্বার্থের জন্য
ছিন্ন করবে সব,
আত্মীয় স্বজন মিথ্যা স্বপ্নের
আপন শুধু রব।

আপন থেকে পর যে ভালো
স্বার্থ পর যে নয়,
প্রভুর হাতে প্রার্থনায় হোক
মানুষের সেবায় জয়।

জগৎ মাঝে চলার পথে
আছে কতো ভূল,
আপন বলে ভাবছি যাদের
তারা নয় যে মুল।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ নুরের নবী দয়ার ছবি এলেন দুনিয়ায়, আলোকিত করলেন সমস্ত দুনিয়া। নুরের নবী দয়ার খনি

ছলনা

ভালবাসি বললে ভুল হয়। বলতে হয় ঘৃণা করি।কারন, ভালবাসার নামে তুমি যা দিয়েছ সব ছলনা। তুমি এমন ভালবাসা কেন দিলে

বড়ো সাধ

বড়ো সাধ মোঃ রুহুল আমিন এই ধরাতে শতো বছর বেঁচে থাকতে চাই, মানুষ হলে মানুষ কূলে পাবো তখন ঠাঁই। দেহের

গল্প সানাম আফছানা খানম অথৈ

গল্প সানাম আফছানা খানম অথৈ ইরাকের বাগদাদ শহরে এক যুবতি মেয়ে ছিল।নাম তার সানাম।সানাম ছোটবেলা থেকে খুব ভালো ছিলো।নামাজি, পর্দানশীন,

Leave a Reply