0
আপন থেকে পর যে ভালো
পরের থেকে বন,
বিপদ কালে কাঁদবে গুমরে
ভাঙবে তোমার মন।
আপন জনে থাকবে দূরে
চিনবে কতো মুখ,
নিজের করে ভাবছো যাদের
তাদের থেকে দুখ।
রক্তের বাঁধন স্বার্থের জন্য
ছিন্ন করবে সব,
আত্মীয় স্বজন মিথ্যা স্বপ্নের
আপন শুধু রব।
আপন থেকে পর যে ভালো
স্বার্থ পর যে নয়,
প্রভুর হাতে প্রার্থনায় হোক
মানুষের সেবায় জয়।
জগৎ মাঝে চলার পথে
আছে কতো ভূল,
আপন বলে ভাবছি যাদের
তারা নয় যে মুল।
আরো পড়ুন-

0