ভালবাসি কৃষ্ণ চূড়া’ ফুল

0

ভালবাসা কি জিনিস তুমি কি বলতে পারবে?  জানি তুমি বলতে পারবেনা। কারন, তুমি কখনও ভালবাসনি।যদি ভাল বাসতে তাহলে বুঝতে ভালবাসা কি জিনিস।

ভালবাসা আসলে সেই জিনিস যা কখনও বাজারে বিক্রি হয়না।এটি হাট থেকে জোর করে ধরে আনতে হয়।যদি ধরে আনার পরও এটি না আসে তাহলে তাকে ধাক্কা দিতে হয়।ধাক্কা দেওয়ার পরও যদি এটি না হাঁটে এটিকে এমনভাবে ছুৃঁড়ে মারতে হয় যে এটি বাধ্য হয় হাঁটতে।

এখন কথা হল তুমি আমাকে সেই ভালবাসা দিয়েছ কিনা।না দাওনি।তাইতো, তুমি ভালবাসার রানী নয়।

এবার বল তুমি আগামীকাল শাপলার হাটে বেড়াতে যাবে কিনা।সেখানে সেই ভালবাসা কিনতে পাওয়া যায় ; শুধু একবার একটু তাকে পিসপিসিয়ে কথা বলতে হয়।একবার না শুনলে দুইবার বলতে হয়।দুইবার  বললে যদি কাজ না হয় তাহলে কিছুক্ষণ চুপ থাকলেই কাজ হয়ে যায়।

এবার বল সেই ভালবাসার ওজন কত? প্রায় সাড়ে সাত কেজি।এটি দামী ওজনের বাটখারা দিয়ে পরিমাপ করতে হয়।

এবার বল তুমি সে ভালবাসা নেবে কিনা? যদি  নাও তাহলে  তোমাকে আমি একটি লালবাদামী বাটখারা দিয়ে দেব যা দিয়ে তুমি ঘরে বসে সেটি দিনরাত পরিমাপ করতে পারবে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

Leave a Reply