ভালবাসা কি জিনিস তুমি কি বলতে পারবে? জানি তুমি বলতে পারবেনা। কারন, তুমি কখনও ভালবাসনি।যদি ভাল বাসতে তাহলে বুঝতে ভালবাসা কি জিনিস।
ভালবাসা আসলে সেই জিনিস যা কখনও বাজারে বিক্রি হয়না।এটি হাট থেকে জোর করে ধরে আনতে হয়।যদি ধরে আনার পরও এটি না আসে তাহলে তাকে ধাক্কা দিতে হয়।ধাক্কা দেওয়ার পরও যদি এটি না হাঁটে এটিকে এমনভাবে ছুৃঁড়ে মারতে হয় যে এটি বাধ্য হয় হাঁটতে।
এখন কথা হল তুমি আমাকে সেই ভালবাসা দিয়েছ কিনা।না দাওনি।তাইতো, তুমি ভালবাসার রানী নয়।
এবার বল তুমি আগামীকাল শাপলার হাটে বেড়াতে যাবে কিনা।সেখানে সেই ভালবাসা কিনতে পাওয়া যায় ; শুধু একবার একটু তাকে পিসপিসিয়ে কথা বলতে হয়।একবার না শুনলে দুইবার বলতে হয়।দুইবার বললে যদি কাজ না হয় তাহলে কিছুক্ষণ চুপ থাকলেই কাজ হয়ে যায়।
এবার বল সেই ভালবাসার ওজন কত? প্রায় সাড়ে সাত কেজি।এটি দামী ওজনের বাটখারা দিয়ে পরিমাপ করতে হয়।
এবার বল তুমি সে ভালবাসা নেবে কিনা? যদি নাও তাহলে তোমাকে আমি একটি লালবাদামী বাটখারা দিয়ে দেব যা দিয়ে তুমি ঘরে বসে সেটি দিনরাত পরিমাপ করতে পারবে।
আরো পড়ুন-
- টরেন্ট সাইট কিভাবে কাজ করে?
- অনলাইন শপিং সাইট
- ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন পদ্ধতি
- কিভাবে টুইটার একাউন্ট খুলতে হয়?
- এলোভেরার উপকারিতা
