0
ভালবাসা কি জিনিস আজও বুঝলামনা ; ভালবাসা কি জিনিস তুমি আমাকে বুঝাবে? হ্যাঁ বুঝাব।ভালবাসা হল অ আ ক, খ।এটিকে ভাল করে গাঁটতে হয়, ভাল করে ধরতে হয়।একবার যদি ধরতে না পার এটি পিছলে যেতে পারে। তখন তুমি বলবে, তুমি আমার নও।তখন সে তোমাকে সারাক্ষণ শুধু ধিক্কার জানাবে।তখন তাকে আর ধরতে ইচ্ছে হবেনা।
তাহলে তুমি আমাকে সেই ভালবাসা দাও যে ভালবাসা পিছলে যায়না।তেমন কোন ভালবাসার সম্ভাবনা নেই। তাহলে তুমি আমাকে ভালবাসলে কেন? এখন থেকে আর ভালবেসোনা।আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আর ভালবাসবনা ; তুমি শুধু একবার বল, ভাল বেসেছিলাম কেন?
আরো পড়ুন-
- টরেন্ট সাইট কিভাবে কাজ করে?
- অনলাইন শপিং সাইট
- ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন পদ্ধতি
- কিভাবে টুইটার একাউন্ট খুলতে হয়?
- এলোভেরার উপকারিতা

0