0
আমি কি শুধু তোমাকে চাই? তোমার চোখ চাই, দাঁত চাই, দাঁতের আগা চাই এমন কিছু নাই যা চাইনা।দাও আমাকে সব দাও।না, তোমাকে সব দেওয়া যাবেনা। কেন? আমার এমন একটি ব্যক্তিগত বিষয় আছে যা তোমাকে দেওয়া যাবেনা। তাহলে তোমার ব্যক্তিগত বিষয় তোমার কাছেই থাক, তুমি আমার কাছে আসার দরকার নাই। আমার ব্যক্তিগত বিষয় দিলে তুমি খুশি হবে? অবশ্যই।তাহলে বল আমার ব্যক্তিগত বিষয় তুমি আমার করেই রাখবে। আচ্ছা ঠিক আছে আমি ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত করেই রাখব।তাহলে নাও ধর এই যে ব্যক্তিগত বিষয় দিলাম। এখন থেকে এ আমার একান্ত ব্যক্তিগত বিষয়।
তুমি আমাকে এত ভালবাস আগে বলবেনা, আগে বললেতো অনেক আগেই তোমাকে আমি সব দিয়ে দিতাম।আজ তো দিলে। আজ ভালবাসা এক নতুন রূপ পেল। এ রূপের জন্যইতো আমি অপেক্ষা করে আছিলাম।

0