0
ভালবাসা কি জিনিস আজও বুঝলামনা। ভালবাসা কি গাছের পাতা? গাছের পাতা হলেতো সে ঝরতো।ঝরেনা।ভালবাসা কি নদীর পানি? নদীর পানি হলেতো সে বইতো।বহেনা।তাহলে ভালবাসা কি সাতসাগরের পানি? সাতসাগরের পানি হলে তো সে বহে যেতে যেতে কাঁদতো।সে তো কাঁদেনা।তাহলে ভালবাসা কি? ভালবাসা কি আগুনের জল?মনে হয় আগুনের জল, তানাহলে সে এত জ্বলে কেন? ভালবাসা ভালবাসা তুমি এত বেশি জ্বোলোনা, এত বেশি জ্বললে যে তোমাকে দিনরাত জ্বালাতে ইচ্ছে হয়।
0