ভাষা দিবসের উপহার

0

ভাষা দিবসের উপহার • [ভুল সংশোধনী ছড়া]

লুবাব হাসান সাফওয়ান • [রচনা: ২০১৮]

 

অনেক লেখক লিখছে দেখি

‘সখি’ থেকে ‘সখ্যতা’

অন্ত্যমিলের লোভে কবি

জুড়ছে নিচে ‘দক্ষতা’

 

প্রিয় লেখক, ‘সখ্যতা’ নয়,

শুদ্ধ হবে ‘সখ্য’ যে

লিখতে গেলে অনেক দিকে

রাখতে হবে লক্ষ্য যে!

 

‘সখিত্ব’ও লিখতে পারো,

ভুলেও নয় ‘সখ্যতা’

লিখবে সখা, লাগবে

সাথে ব্যাকরণে পক্বতা!

 

[সখি মানে বন্ধু, আর সখিত্ব বা সখ্য মানে বন্ধুত্ব। অনেকেই বন্ধুত্ব অর্থে সখ্যতা শব্দটি ব্যবহার করে থাকেন, আসলে এটি ভুল ব্যবহার]

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

লুবাব হাসান সাফ‌ওয়ান

Author: লুবাব হাসান সাফ‌ওয়ান

লুবাব হাসান সাফ‌ওয়ান। ঠিকানা: নোয়াখালী। কর্ম: ছাত্র। পড়াশোনা: আল-ইফতা ওয়াল হাদীস [চলমান] প্রতিষ্ঠান: মাদরাসাতু ফায়দ্বিল 'উলূম নোয়াখালী।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মৃত্যু তেমন সত্য

শশী, দিনমণি, ধরণী যেমন সত্য পাহাড়, নির্ঝর, সাগর যেমন সত্য অনন্তলতা, অলকানন্দা, নিশিগন্ধা যেমন সত্য সমুদ্রবল্লভা, ঝটিকা যেমন সত্য গগন,

গাছের মৃত্যু

যখন তোমরা গাছ কাটো তখন গাছের কত কষ্ট হয় বুঝতে পারো? ধরো, যে কুড়ুল দিয়ে গাছ কাটা হচ্ছে যদি সেই

2 Replies to “ভাষা দিবসের উপহার”

Leave a Reply