0
ভাষা দিবসের উপহার • [ভুল সংশোধনী ছড়া]
লুবাব হাসান সাফওয়ান • [রচনা: ২০১৮]
অনেক লেখক লিখছে দেখি
‘সখি’ থেকে ‘সখ্যতা’
অন্ত্যমিলের লোভে কবি
জুড়ছে নিচে ‘দক্ষতা’
প্রিয় লেখক, ‘সখ্যতা’ নয়,
শুদ্ধ হবে ‘সখ্য’ যে
লিখতে গেলে অনেক দিকে
রাখতে হবে লক্ষ্য যে!
‘সখিত্ব’ও লিখতে পারো,
ভুলেও নয় ‘সখ্যতা’
লিখবে সখা, লাগবে
সাথে ব্যাকরণে পক্বতা!
[সখি মানে বন্ধু, আর সখিত্ব বা সখ্য মানে বন্ধুত্ব। অনেকেই বন্ধুত্ব অর্থে সখ্যতা শব্দটি ব্যবহার করে থাকেন, আসলে এটি ভুল ব্যবহার]
আরো পড়ুন-
- বাংলাদেশ অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট
- t20 ক্রিকেট খেলার নিয়মাবলী
- অনলাইনে পড়াশোনা
- পাকা বেল খাওয়ার নিয়ম
- তেতুল বনে জোছনা রিভিউ
0
Valo
ধন্যবাদ