অনলাইনে পড়াশোনা করাটা এখন খুব একটা কঠিন কাজ না। পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংস্থাগুলো অনলাইনে পড়ালেখা করা যায় এমন অনেক কোর্স ফ্রিতে অফার করে।
একটু চোখ, কান খোলা রাখলেই এগুলো খুজে পাওয়া যায়। ইন্টারনেটের স্পিড বাংলাদেশে এখন ভালোই, আগে অনেক খারাপ ছিলো যেকারণে ওয়েবসাইট থেকে পড়ালেখা করার কথা চিন্তাই করা যেতো না। ব্রডব্যান্ড, 4g এগুলো আসাতে অবস্থার উন্নতি ঘটেছে- কিন্তু সব জায়গায় না, আবার আশানুরূপও না। তবে আশাবাদী হওয়ার মতো বটে।
অনলাইন কোর্স কেন করবেন?
আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন, আপনি যে বিষয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সেই বিষয়েই পড়ার স্বপ্ন দেখতেন। এখন কি পড়াশোনাটা খুব উপভোগ করছেন? সেরকম যদি না হয় তাহলে আপনার আগ্রহের জায়গাটা আলাদা।
আবার, আপনি যে বিষয়ে পড়ছেন সেটির পাশাপাশি আরো দু একটি বিষয়ে আপনার আগ্রহ আছে। সেই সব বিষয়ে যদি কোন কোর্স করা থাকে আপনার জ্ঞান বাড়বে, বন্ধুমহলে প্রশংসা পাবেন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শেখার পরে যে মানসিক শান্তি পাবেন সেটা আর কোন কিছুতেই পাবেন না। মনের ভেতরে থাকা সুপ্ত অহংকারও কমে যাবে।
ফ্রিল্যান্সিং শিখুন
বাংলায় ফ্রিল্যান্সিং শব্দের অর্থ বলা যায় মুক্তপেশা, আর ফ্রিল্যান্সার অর্থ মুক্ত পেশাজীবি। যেকোন কাজ মুক্ত পেশাজীবি হিসেবে করা যায়। বাংলাদেশে বিভিন্ন অনলাইন জবকে ফ্রিল্যান্সিং হিসেবে সাধারণত অভিহিত করা হয়।
এস ই ও, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আর্টিকেল রাইটিং ইত্যাদি বিষয় শেখার জন্য অনলাইনে অনেক ফ্রি কোর্স পাবেন। আমার মনে হয় সাধারণ ধারণা নেয়ার জন্য সেগুলো যথেষ্ট, এমনকি এডভান্সড লেভেলের কোর্সও পেতে পারেন। আগ্রহ থাকলে শেখা উচিত।
অনলাইনে কিভাবে পড়াশোনা করব?
বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলো অনেক রকম প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের অফার করা ফ্রি কোর্সগুলো তাদের সাইটের মাধ্যমে করার সুযোগ দেয়। এগুলোর মাধ্যমে এক জায়গায় অনেক কোর্স খুজে পাবেন।
বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় যেমনঃ হার্ভার্ড, স্ট্যানফোর্ড এইসব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও এমন কোর্স পাবেন। আপনাদেরকে আমি এরকম একটি লিস্ট দেয়ার চেষ্টা করবো যেখান থেকে এই কোর্সগুলো করা যাবে।
Khan Acadey থেকে করা যায়, Alison থেকে আমি নিজেও কোর্স করেছি। আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের কোর্স পাওয়া যায়। অনলাইনে যেকোন ইন্টারনেট ব্রাউজার দিয়েই ভিডিও, অডিও এবং টেক্সট এর সমন্বয়ে ক্লাস করতে পারবেন।
Alison এ একাউন্ট খুলুন এখান থেকে
এরকম আরো কিছু সাইট হচ্ছে-
- Coursera
- Edx
- Futurelearn
- Udemy
- Study.com
- Lynda
এগুলো মোটামুটি এক ধরণের সাইট। Edx খুবই ভালো, এখানে ইউনিভার্সিটির ক্রেডিট যোগ হবে এমন কোর্সও আছে। আরেকটা কথা বলে রাখি, কোর্স ফ্রিতে করা গেলেও ফ্রিতে সার্টিফিকেট পাবেন না। তবে, অল্প খরচে সার্টিফিকেট নিতে পারবেন।
টাকা দিলে আপনাকে ওরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবে। আর টাকা না দিলে এমনিতে শিখতে পারবেন। কোর্সের ম্যাটেরিয়াল, ভিডিও এগুলো পাবেন, এমনকি পরীক্ষাও দিতে পারবেন।
ফ্রি কোর্স করা যাবে এমন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
এখন বিশ্ববিদ্যালয়গুলো একটি লিস্ট দিচ্ছি যেখান থেকে ফ্রি কোর্স অফার করা হয়। আপনারা চাইলে এখান থেকেও কোর্সগুলো করে নিতে পারেন-
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
- Daekin বিশ্ববিদ্যালয়
- ম্যাচাচুসেটস বিশ্ববিদ্যালয়
- ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন
অস্ট্রেলিয়ার একটি কলেজের ওয়েবসাইট থেকে পাওয়া- ৫০ টি ওয়েবসাইটের লিস্ট যারা ফ্রি কোর্স করায়।
গুগোল, ইউটিউব, ব্রিটিশ কাউন্সিল, নাইকন, লিংকড ইন ইত্যাদি নানা রকম প্রতিষ্ঠান থেকেও তাদের কাজের সাথে সম্পর্কিত অনেক ধরণের ছোটখাট কোর্স ফ্রিতে করে নেয়া যায়।
আপনার যদি ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, পামটপ বা, স্মার্টফোন হাতের কাছে থাকে আর তার সাথে ইন্টারনেট এক্সেস থাকে তাহলে বসে আছেন কেন? এখনই পছন্দের যেকোন একটি কোর্সে Enroll করুন। এরপর ধীরে ধীরে কমপ্লিট করে ফেলুন।
আরো পড়ুন- বাংলা ভাষায় ব্লগ ও ব্লগার- শব্দ দুটির অপপ্রয়োগ হচ্ছে
বাংলায় অনলাইন কোর্স
সম্ভবত শিক্ষক ডট কম এটা প্রথম শুরু করেছিলো। ওদের ওয়েবসাইটে নিজের বর্ণনা দিয়ে কোন বিষয়ে অভিজ্ঞ যে কেউ কোর্স তৈরি করতে পারে, অন্যেরা শিখতে পারে। শেখার জন্য খুব ভালো জায়গা।
সরকারী একটা ওয়েবসাইট খুজে পেলাম মুক্তপাঠ নামে। সরকারী সাইট লোড হতে হতে এঞ্জেলিনা জোলি বুড়ি হয়ে যায়। ফ্রিতে কোর্স করায় এরকম আর কোন ভালো বাংলা সাইট খুজে পেলাম না, আপনারা খুজে পেলে জানাবেন। ইউটিউবে অবশ্য অনেকগুলো ভালো চ্যানেল পাওয়া যাবে।
শেখার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, নির্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞের কাছ থেকে শেখার চেষ্টা করবেন। একাই সব শেখায় এমন মানুষদের কাছ থেকে শিখবেন না। অনলাইনে যেসব ওয়েবসাইটের ঠিকানা দিয়েছি সবগুলোতেই আশা করছি বিশেষ বিষয়ের বিশেষজ্ঞদের কাছ থেকেই দিক নির্দেশনা পাবেন।
জেনে নিন- উল্কাপাত কাকে বলে?
One Reply to “অনলাইনে পড়াশোনা করুন ঘরে বসেই সম্পূর্ণ ফ্রিতে”