মন কত গুরুত্বপূর্ণ

0

মন চাইলেই তো
ভালোবাসা হয়।
মন না চাইলে
কি কোনো কিছু হয়?
যা কিছু পছন্দ হওয়া
যা কিছু মন্দ লাগা
সবই নির্ভর করে মনের উপর।
এই যে আমরা বলি —-
ইচ্ছার বিরুদ্ধে কাজ করা,
এই ইচ্ছাও আসে মন থেকে
মন না চাইলে ইচ্ছা আসবে না।
কাউকে ভালোলাগা
কাউকে নিজের করার চাহিদা
সবই নির্ভর করে মনের উপর।
তাই তো বলি মন কত গুরুত্বপূর্ণ!
মনই ঠিক করে দেয়
কে হবে আপন
কে হবে পর।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৯/৭/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। প্রাপ্তি স্থান : মিতা বুক সেন্টার নীলক্ষেত ঢাকা। শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত,

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

One Reply to “মন কত গুরুত্বপূর্ণ”

Leave a Reply