মন কত গুরুত্বপূর্ণ

0

মন চাইলেই তো
ভালোবাসা হয়।
মন না চাইলে
কি কোনো কিছু হয়?
যা কিছু পছন্দ হওয়া
যা কিছু মন্দ লাগা
সবই নির্ভর করে মনের উপর।
এই যে আমরা বলি —-
ইচ্ছার বিরুদ্ধে কাজ করা,
এই ইচ্ছাও আসে মন থেকে
মন না চাইলে ইচ্ছা আসবে না।
কাউকে ভালোলাগা
কাউকে নিজের করার চাহিদা
সবই নির্ভর করে মনের উপর।
তাই তো বলি মন কত গুরুত্বপূর্ণ!
মনই ঠিক করে দেয়
কে হবে আপন
কে হবে পর।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৯/৭/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ডায়না- ৪

ডায়না একটি নাম ডায়না একটি গান ডায়না একটি সুর   ডায়না তোমাকে ছাড়া আমার কিছু ভাল লাগেনা।

দ্বিধা দ্বন্দ্বে দল

  এসো সবাই মাজার গুলো ভেঙ্গে গুড়িয়ে দেই, এই বঙ্গতে পীর আউলিয়া মাজারের ঠাই নেই। সুন্নত মেনে ফতোয়া দেয় মাজার

কবিতা বাঁচাও মোদের জীবন আফছানা খানম অথৈ

কবিতা বাঁচাও মোদের জীবন আফছানা খানম অথৈ বন্যা এলো ভয়ংকররুপে ডুবল ফেনী শহর, বাঁচার জন্য মানুষগুলো করলো শুধু হাহাকার। ঘর

হাতছানি দেয় মরণ

  বেশি কথা বলেন যিনি বাচাল তাকে বলে, সবার কাছে অতি প্রিয় মিতভাষী হলে। বেশি ভোজন দেহে শক্তি ওজন বৃদ্ধি

Leave a Reply