0
মন চাইলেই তো
ভালোবাসা হয়।
মন না চাইলে
কি কোনো কিছু হয়?
যা কিছু পছন্দ হওয়া
যা কিছু মন্দ লাগা
সবই নির্ভর করে মনের উপর।
এই যে আমরা বলি —-
ইচ্ছার বিরুদ্ধে কাজ করা,
এই ইচ্ছাও আসে মন থেকে
মন না চাইলে ইচ্ছা আসবে না।
কাউকে ভালোলাগা
কাউকে নিজের করার চাহিদা
সবই নির্ভর করে মনের উপর।
তাই তো বলি মন কত গুরুত্বপূর্ণ!
মনই ঠিক করে দেয়
কে হবে আপন
কে হবে পর।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৯/৭/২০২৪
0