0
আমার মাও আমাকে ভালবাসে আমার বাবাও আমাকে ভালবাসে।কাকে আমি বেশি ভালবাসব? মাকে, মা আমাকে জন্ম দিয়েছে। বাবা যদি রাগ হয়ে যায়? না, না বাবা রাগ হবেনা, ‘ সে তোমার মা’। তাহলে? মাকেই বেশি ভালবাসতে হবে।
একদিন বাবা বলল, যা তো বাজার থেকে খলুই নিয়ে আয়। মা বলল, আজ যাওয়া লাগবেনা, আজ কিসের যেন গন্ধ পাচ্ছি। সেই থেকে মার কথা আমি ফেলিনা।মার কথা না ফেললে বাবা কিছুই বলেনা। তাহলে? মাকেই বেশি ভালবাসতে হবে, মা যে বিকল্পহীন এক মা।

0