0
শব্দ করে হাসত রেখা।একদিন বললাম, তুমি এমন শব্দ করে হাস কেন? বলল, তোমাকে দেখানোর জন্য। বললাম, তাহলে এখন একটু শব্দ করে হাসতো।হো হো করে উঠল রেখা।সে শব্দ যে কি শব্দ ছিল যে শুনেছে সেই জানে।আজ রেখা নেই, আজ আমি কোথায় সেই হো হো শুনব? একজনকে বললাম, একটু হো হো করতো।তার হো হো হলনা।আমি কোথায় গেলে সেই হো হো’র দেখা পাব? এমন কেউ কি আছে যে আমাকে সেই হো হো’র দেখা মিলিয়ে দিতে পারে? জানি নেই। তাইতো রেখা রেখা।রেখা তুমি যেখানেই থাক সুখে থাক তুমি যে শুধু একজনই রেখা।

0