0
রোজ কেয়ামত হবে জানি
তবুও নেইতো ভয়!
পরের সম্পদ খাচ্ছে লুটে
মানতে রাজি নয়।
মুসলিম বলে বিশ্বাস আছে
তবুও হারাম খাই!
রোজ কেয়ামত শেষ বিচারে
ভাবনা মনে নাই।
চাকরির টাকায় চলছে নাকো
কষ্টে সংসার যায়,
রোজ কেয়ামত ভুলেই গেছি
ঘুষের টাকা চায়!
রোজ কেয়ামত হবে জানি
মানছি নাকো আজ!
ক্যামনে ধরায় করবো মোরা
ভোগ দখলে রাজ!
আমার ভয়ে কাঁপছে সবাই
নিচ্ছি কেড়ে প্রাণ!
রোজ কেয়ামত অনেক দূরে
পেলে টাকার ঘ্রাণ!
রোজ কেয়ামত হবে কঠিন
পরের করছি শেষ!
অনেক টাকা থাকলে কাছে
থাকবো জানি বেশ।
রোজ কেয়ামত ধরণ জানি
মানার বেলা নয়,
মারছি চাবুক দীনের পেটে
করছে নাকো ভয়!
সুদের টাকায় ঘুষের টাকায়
দিবস করছি পার,
রোজ কেয়ামত হবে জানি
নেইতো ঘুষে ছাড়!
রোজ কেয়ামত ধরন জানি
তবুও করছি পাপ!
রাজার বেশে থাকার জন্যেই
অসৎ পথে ধাপ।

0