রোজ কেয়ামত ধরন জানি

0

রোজ কেয়ামত হবে জানি

তবুও নেইতো ভয়!

পরের সম্পদ খাচ্ছে লুটে

মানতে রাজি নয়।

 

মুসলিম বলে বিশ্বাস আছে

তবুও হারাম খাই!

রোজ কেয়ামত শেষ বিচারে

ভাবনা মনে নাই।

 

চাকরির টাকায় চলছে নাকো

কষ্টে সংসার যায়,

রোজ কেয়ামত ভুলেই গেছি

ঘুষের টাকা চায়!

 

রোজ কেয়ামত হবে জানি

মানছি নাকো আজ!

ক্যামনে ধরায় করবো মোরা

ভোগ দখলে রাজ!

 

আমার ভয়ে কাঁপছে সবাই

নিচ্ছি কেড়ে প্রাণ!

রোজ কেয়ামত অনেক দূরে

পেলে টাকার ঘ্রাণ!

 

রোজ কেয়ামত হবে কঠিন

পরের করছি শেষ!

অনেক টাকা থাকলে কাছে

থাকবো জানি বেশ।

 

রোজ কেয়ামত ধরণ জানি

মানার বেলা নয়,

মারছি চাবুক দীনের পেটে

করছে নাকো ভয়!

 

সুদের টাকায় ঘুষের টাকায়

দিবস করছি পার,

রোজ কেয়ামত হবে জানি

নেইতো ঘুষে ছাড়!

 

রোজ কেয়ামত ধরন জানি

তবুও করছি পাপ!

রাজার বেশে থাকার জন্যেই

অসৎ পথে ধাপ।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ফুল (৯)

কাল যে ফুলটি ফুটেছে আজ সে ফুলটি ফোটেনি । সে ফুলটির নাম 'সুন্দর '। সে ফুলটি তুমি আমাকে দিলে, আমি

ও আমার অনাগতা প্রিয়া

একদিন একজনকে আমি  বলেছিলাম, এই আমাকে একটি ফুল দাওতো।সে আমাকে একটি ফুল দিয়েছিল।আজ আমার ভীষণ তাকে মনে পড়ছে।মন চাচ্ছে তাকে

ডায়না (৩)

ডায়না ডায়না ডায়না কোন কথা কয়না একবার না দেখিলে মনে হয় কতদিন দেখা হয়না।   ঘুম থেকে উঠে সাতটায় হাতমুখ

পড়ছে মনে মাকে

  পড়ছে মনে ভীষণ ভাবে প্রবাসে আজ মাকে, এই প্রসাবে কে আমায় বলো খোকা বলে ডাকে। মাকে ছেড়ে বাবার ছেড়ে

Leave a Reply