লেখক যোগীন্দ্রনাথ সরকারের জীবনি

play icon Listen to this article
0

প্রখ্যাত লেখক যোগীন্দ্রনাথ সরকার ১৮৬৬ খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার চব্বিশ পরগণা জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন শিক্ষক ও প্রকাশক, কিন্তু শিশু সাহিত্য রচনা ছিল তার সারা জীবনের লক্ষ্য। তরুণ বয়সেই ‘সখা’, ‘সখী’, ‘মুকুল’, ‘বালক বন্ধু’, ‘বালক’ প্রভৃতি শিশু পত্রিকায় লিখে খ্যাতি লাভ করেন।
যোগীন্দ্রনাথ সরকার উদ্ভুট বিষয় বস্তুর ছড়া গুলো ছোটো দের আনন্দের জন্য অসাধারণ সৃষ্টি। তার রচিত সচিত্র ‘হাসি ও খেলা’ বইটি বাংলায় প্রথম শিশুতোষ বই।
যোগীন্দ্রনাথের অপর উল্লেখ যোগ্য রচনা হচ্ছে ‘খুকুমণির ছড়া’, ‘ছবি ও গল্প’, ‘রাঙা ছবি’, ‘হাসি খুশি’, ‘হাসি রাশি’, ‘বনে জঙ্গলে’, ‘পশু পক্ষী’, ‘ছোটো দের মহা ভারত’, প্রভৃতি। এছাড়াও তার লেখা তিরন্দাজ গল্পটিও অনেকটা খ্যাতি লাভ করে।
যোগীন্দ্রনাথ সরকার ১৯৩৭ খ্রিস্টাব্দে মৃত্যু বরণ করেন।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বুঝবে তুমি

উত্তাল সাগর ঢেউয়ের মাঝে ক্যামনে দিবো পাড়ি, মরণ ভয়ে —--কাঁপছে শরীর নিঃশ্বাস হচ্ছে ভারি। চারিদিকে আঁধার দেখি নাইরে বাঁচার গতি,

ওগো বিদেশিনী

বিদেশিনী তোমায় বলি কোথায় তুমি থাকো, এমন ভাবে আকুল করে কেন আমায় ডাকো? আমায় তুমি বশ করেছো কোন্ সে মায়ার

অসীম ধ্বনি

আকাশ ছোঁয়া রঙিন স্বপ্ন আছে মনের মাঝে, সেরার মুকুট পরবো জানি আমার কর্ম কাজে। আপন স্বপ্নের অসীম ধ্বনি আসে আমার

জানোয়ার -৫

জানোয়ার যদি জানোয়ার না হয় তাহলে জানোয়ার কে? জানোয়ার কি মানুষ? না, মানুষতো জানোয়ার হতে পারেনা। তাহলে? জানোয়ারই জানোয়ার। সবচেয়ে

Leave a Reply