লেখক যোগীন্দ্রনাথ সরকারের জীবনি

0

প্রখ্যাত লেখক যোগীন্দ্রনাথ সরকার ১৮৬৬ খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার চব্বিশ পরগণা জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন শিক্ষক ও প্রকাশক, কিন্তু শিশু সাহিত্য রচনা ছিল তার সারা জীবনের লক্ষ্য। তরুণ বয়সেই ‘সখা’, ‘সখী’, ‘মুকুল’, ‘বালক বন্ধু’, ‘বালক’ প্রভৃতি শিশু পত্রিকায় লিখে খ্যাতি লাভ করেন।
যোগীন্দ্রনাথ সরকার উদ্ভুট বিষয় বস্তুর ছড়া গুলো ছোটো দের আনন্দের জন্য অসাধারণ সৃষ্টি। তার রচিত সচিত্র ‘হাসি ও খেলা’ বইটি বাংলায় প্রথম শিশুতোষ বই।
যোগীন্দ্রনাথের অপর উল্লেখ যোগ্য রচনা হচ্ছে ‘খুকুমণির ছড়া’, ‘ছবি ও গল্প’, ‘রাঙা ছবি’, ‘হাসি খুশি’, ‘হাসি রাশি’, ‘বনে জঙ্গলে’, ‘পশু পক্ষী’, ‘ছোটো দের মহা ভারত’, প্রভৃতি। এছাড়াও তার লেখা তিরন্দাজ গল্পটিও অনেকটা খ্যাতি লাভ করে।
যোগীন্দ্রনাথ সরকার ১৯৩৭ খ্রিস্টাব্দে মৃত্যু বরণ করেন।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়। তবে, তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। বিদ্যাসাগর উপাধিটি সংস্কৃত ভাষা ও সাহিত্যে
হযরত আবু বকর রা. এর জীবনী

হযরত আবু বকর (রা.) এর জীবনী

হযরত আবু বকর (রা.) সিদ্দিক, যার সম্পর্কে বলা হয়, "বাদল আম্বিয়া, আশরাফুল নাস"- অর্থাৎ নবি-রাসুলের পরে, মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন
ইমাম আবু হানিফা (রহ.) এর জীবনী- লেখক ডট মি

ইমাম আবু হানিফা (রহ.) জীবনী

  ইসলাম হচ্ছে একমাত্র মহা সত্য ধর্ম। যেখানে প্রতিটি মুসলমানকে ইসলামের নানান নিয়মকানুন মেনে চলতে হয়। রাসুলুল্লাহ সা. পরবর্তীতে যে

মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবনি

মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন খ্যাতি কবি, অনুবাদক এবং প্রাবন্ধিক। তার জন্ম ১৯৩৮ খ্রিষ্ঠাব্দে সিলেট জেলায়। লাতিন আমেরিকান সাহিত্য অনুবাদের জন্য বিশেষ

Leave a Reply