0
শয়তানকে একদিন জিজ্ঞেস করা হল, তুমি কি করতে ভালবাস? শয়তান বলল, মানুষকে ধোকা দিতে। তুমি দিন কয়জন ধোকা দাও? প্রায় পাঁচ হাজার। তোমার কি আরো ধোকা দিতে মন চায়না? হ্যাঁ চায় কিন্তু আমি পারিনা।এই যে নাপারা এর জন্য কি করতে হবে? আমাকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে? সেই প্রার্থনা কি তুমি কর? না। তাহলে? এখন থেকে নিয়মিত প্রার্থনা করতে হবে। সে প্রার্থনা যদি আল্লাহ কবুল না করেন? তাহলে বলব, তুমি শয়তান। এবার বল শয়তানকে তুমি কি দেবে? কিছুই দেবনা।কারন, শয়তানকে কিছু দেওয়ার সামর্থ্য আমার নাই।তাহলে? সব শয়তানি বাদ দিয়ে দিতে হবে; সব শয়তানি বাদ দিয়ে মানুষ হতে হবে। কিন্তু মানুষ হওয়ার সামর্থ্য তোমার আছে? না। তাহলে তুমি শয়তানই থাক।
আরো পড়ুন-

0