0
শয়তানের একটি হাত, একটি চোখ, একটি পা। শয়তান বসে বসে ভাবছে, আমার যদি দুটি হাত হত আমি মানুষের মত হয়ে যেতাম।একজন এসে বলল, তুমি দুটি হাত দিয়ে কি করবে, তুমি তো শয়তান! শয়তান বলে, তাহলে আমার শয়তান থাকাই ভাল। সেই থেকে শয়তানের আর ঘুম হয়না।সে ঘুম গেলেই স্বপ্ন দেখে, কখন মানুষ বধ্ করবে। একদিন একজনকে বলে, এই তোকে আমি বধ্ করব।সে বলে, আমাকে বধ্ করে তোর কি হবে, তুই তো শয়তান! শয়তান এখন বলে, তাহলে আমি আরও বড় শয়তান হয়ে গেলাম।

0