পাঠ্য পুস্তক নিয়ম কানুন
পাল্টায় বারে বার,
ভাবছে তারা এসব দেখেই
টনক নড়বে কার।
দেশের শিক্ষায় এমন বদল
মানতে রাজি নয়,
কোন চক্রান্তে লিপ্ত মুসলিম
শিক্ষার হচ্ছে ক্ষয়।
মুসলিম ধর্মের শিক্ষার নীতি
বিলীন হচ্ছে আজ,
শিক্ষার আমল পরিবর্তন যে
নাস্তিক চক্রের কাজ।
ক্যামনে মানবে মুসলিম জাতি
শিক্ষার এমন মান,
জানতে চাই যে দিচ্ছে কারা
ধর্মীয় শিক্ষার টান।
ইসলাম শিক্ষায় আঘাত আনলে
কেমনে থাকি চুপ,
ধারন করতে পারে মুসলিম
ওমর আলীর রূপ।
নিজের শক্তি কায়েম করতে
দিবে ঐক্যের ডাক,
শিক্ষার বদল করলে আজকে
উঠবে গর্জন হাক।
বিশ্বের দ্বিতীয় মুসলিম প্রধান
হলো মোদের দেশ,
ধর্মীয় নৈতিক শিক্ষায় আঘাত
করে করছে শেষ।
ধর্মীয় নৈতিক শিক্ষার কালো
নকশা কেনো হয়,
কারসাজি ওই রূপরেখাই
সমাজ করবে ক্ষয়।
সোচ্চার দাবি একটাই মোদের
ধর্মীয় শিক্ষা চাই,
সকল পাঠ্য পুস্তক যেনো
নৈতিক শিক্ষা পাই।
আরো পড়ুন-
