0
বেশি কথা বোলোনা বেশি কথা বললে পাপ হয়।কে বলেছে? বলেছেন নবী মোহাম্মদ।তাহলে তুমি নবী মোহাম্মদের মতই চুপ করে থাক।আমি চুপ করে থাকলে তুমি শিখবে কি করে? আমি শিখব তোমাকে দেখে দেখে! সে শিখা শিখা হবেনা সেটা হবে শুধুই ভাঁড়ামো। তাহলে আমি ভাঁড়ামো নিয়েই বাঁচতে চাই।
ভাঁড়ামো নিয়ে কেউ বেঁচেছে?মা তার সন্তানকে দেখে শিখে, পিতা তার কন্যাকে দেখে শিখে, জবর্ তার দাদাকে দেখে শিখে । তাহলে তুমি আমাকে শিখাও, আমি শিখতে চাই।

0