0
ওহে মুসলিম কেনো ঐক্যর
আজি দ্বার ও কপাট বদ্ধ।
ফিলিস্তিনে লাশের মিছিল
সাম্য মৈত্রী বন্ধন ঋদ্ধ।
চল মুজাহিদ আপন বলে
আঘাত হানো ধ্বংস নাশে।
মানবতার শত্রু জালিম
হোক ইসরাইল আজি লাশে।
জ্বলন্ত ওই বিস্ফোরণে
অগ্নিকুণ্ডে উঠছে ঘোলা।
আকাশ বাতাস কম্পিত হয়
পড়ছে জ্বলে অগ্নিগোলা,
বীরের জাতি তোলো হুঙ্কার
শ্লোগানে আজ কাঁপুক বিশ্ব
কম্পিত হোক জালিম কাফের
আমরাই রব শীর্ষ,
দীপ্ত কামান ছাড়ো বারূদ
দেখাও তোমরা নিজের শক্তি,
আঘাত হানো আকাশ ফাঁড়ি
চাই না রক্তের বদলা ভক্তি।।
মহা-প্রলয় মোক্ষম আঘাত
করো চূর্ণ ও বিচূর্ণ,
ধংসের আগুন অনির্বাণে
চোখের বহ্নি বিদ্বেষপূর্ণ।
নেই পিছুটান চল আগুয়ান
রক্ষা করো পুণ্যভূমি,
আল আকসা যে প্রথম কাবা
খোদার ঘরে মোরা চূমি।
আরো পড়ুন-
![nofollow 56](https://www.lekhok.me/wp-content/uploads/2024/05/56.jpg)
0