0
আমি যদি একদিন না খেয়ে থাকতাম তুমি না খেয়ে থাকতে তিনদিন। অথচ আজ আমি না খেয়ে আছি সাতদিন তুমি একদিনও না খেয়ে থাকনাই।কেন? তুমি আমাকে ভালবাসনা। কবে তুমি আমাকে ভালবাসবে, কবে বলবে আমি একদিনও কিছু খাইনাই? আমি সেইদিনই তোমাকে ভালবাসব যেইদিন তুমি আমার জন্য সপ্তডিঙ্গা পাড়ি দিতে পারবে। এই যে আমি সপ্তডিঙ্গা পাড়ি দিলাম! আমি তোমার জন্য কোনদিনই কিছু খাইনি।

0