0
তোমার যে নাম সুন্দর সে নাম আমি ভালবাসি। একদিন বললাম নামটি আমাকে ধার দাও তো, তুমি দিলেনা।এখন আর সেটি আমার ভাল লাগেনা। তুমি দিলেনা কেন? দিতে তো পারতে।আর দিলেই তো সেটি আরো সুন্দর হত।দেইনি কারন সেটি দিলে তুমি সেটি দিয়ে কিনা কি কর।না সেটি দিয়ে কিছু করবনা, শুধু গায়ে মা মাখব।তাহলে ধর নাও।এই যে গায়ে মাখলাম, এখন সেটি আরো সুন্দর হয়ে গেল। আমিতো এমন সুন্দরের জন্যই অপেক্ষা করছিলাম।

0