0
সেসেথায় যেতে চায়
মোঃ রুহুল আমিন
ওই মদিনার —বুকে ঘুমে
আছে দয়াল নবী,
ওই মদিনায় পাড়ি দিবো
নইলে বৃথা সবি।
নবীর রওজা সালাম দিতে
দেবো সাগর পাড়ি,
সার্থক হবে জনম আমার
গেলে ভুবন ছাড়ি।
এই দুনিয়ার মায়ায় পড়ে
ভুলে গেছি আজি,
সব মায়া ত্যাগ করে সেথায়
যেতে তবে রাজি।
নবীর প্রেমে আশেক গণে
সেথায় যেতে চায়,
নবীর রওজা সালাম দিলে
শান্তির ছোঁয়া পায়।
কেনো তবেই নবীর রওজা
চায় না যেতে মন,
নবীর চেয়ে কারে ভাবলি
এতো আপন জন।

0