0
এক গুচ্ছ হাইকু
মোঃ রুহুল আমিন
এক
ঋতু বদলে
দেয় নতুন আলো
প্রভাত ফেরী
দুই
এসো নবীন
আলোর রেখা ধরে
গড়বে দেশ
তিন
নদীর মতো
গতির ধারা বহে
চলার পথে
চার
ঝতু বদলে
গাছের পাতা ঝরে
নিজেকে গড়ো
পাঁচ
এগিয়ে চলো
নতুন কিছু করো
থাকবে বেঁচে
ছয়
আকাশ সম
প্রদীপ জ্বলে যেন
চিনবে সবে
সাত
মাঝ আকাশে
উড়ে বেড়ায় সুখে
দিগন্ত ময়
আট
অতল জলে
ডুবেই যাবে একা
সাহস রেখে
নয়
জীবন ছোট
বেঁচে থাকার ইচ্ছে
ধরার বুকে
দশ
আকাশে মেঘ
ভয়ের আভা জাগে
ঋতু বদল
0
ভালো লিখেছেন কবি