হাইকু কবিতা

0

এক গুচ্ছ হাইকু
মোঃ রুহুল আমিন

এক
ঋতু বদলে
দেয় নতুন আলো
প্রভাত ফেরী

দুই
এসো নবীন
আলোর রেখা ধরে
গড়বে দেশ

তিন
নদীর মতো
গতির ধারা বহে
চলার পথে

চার
ঝতু বদলে
গাছের পাতা ঝরে
নিজেকে গড়ো

পাঁচ
এগিয়ে চলো
নতুন কিছু করো
থাকবে বেঁচে

ছয়
আকাশ সম
প্রদীপ জ্বলে যেন
চিনবে সবে

সাত
মাঝ আকাশে
উড়ে বেড়ায় সুখে
দিগন্ত ময়

আট
অতল জলে
ডুবেই যাবে একা
সাহস রেখে

নয়
জীবন ছোট
বেঁচে থাকার ইচ্ছে
ধরার বুকে

দশ
আকাশে মেঘ
ভয়ের আভা জাগে
ঋতু বদল


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

অযত্ন ও অবহেলায় এবং জনচক্ষুর আড়ালে থেকে যাওয়া ঢাকার কিংবদন্তি নবাব স্যার খাজা স‌লিমুল্লাহ বাহাদুর এর অবদান ও ইতিহাস

অযত্ন ও অবহেলায় এবং জনচক্ষুর আড়ালে থেকে যাওয়া ঢাকার কিংবদন্তি নবাব স্যার খাজা স‌লিমুল্লাহ বাহাদুর এর অবদান ও ইতিহাস ----------------------------------------------------

ইসলামিক বা মুসলিম দেশে যত সব ভাস্কর্য / মুর্তি 

ইসলাম‌িক  বা মুসলিম দেশে যত সব ভাস্কর্য / মুর্তি --------------------------------------------------------------- পা‌কিস্তান , সৌ‌দি আর‌ব ও ইন্দো‌নে‌শিয়ার মত মুস‌লিম সংখ্যাগ‌রিষ্ঠ দে‌শে

কায়িক শ্রমিক

কায়িক শ্রমে শ্রম বিকিয়ে ভাতের গন্ধ পাই, দুমুঠো ভাত জোগাড় করতে কত হিমশিম খাই। পেটের দায়ে --ঘাম ঝরিয়ে টাকা কামাই

প্রবাসীরা সোনার ছেলে

প্রবাসীরা সোনার ছেলে মোঃ রুহুল আমিন সোনার ছেলে আপন ছেড়ে প্রবাসে দেয় পাড়ি, জীবন মরণ লড়াই করে টাকা পাঠায় বাড়ি।

One Reply to “হাইকু কবিতা”

Leave a Reply