হামাসের প্রতিশোধ

play icon Listen to this article
0

কালের সাক্ষী হয়ে ঘাত-প্রতিঘাতে জর্জরিত ফিলিস্তিনি

হারিয়েছে শত প্রাণ, এখনো কাঁদে মায়ের আঁচল খানি।

যেই দেশ ছিল স্বাধীন মুক্ত, অন্যের দুঃখে কাঁদিতো প্রাণ

তারাই আজ বঞ্চিত তারা ভূমিহীন, নেই অধিকার-মান।

ইতিহাস বলে, লক্ষ ইহুদি নিধনযজ্ঞে জার্মানীর হিটলার

যে প্রাণে পেল নিস্তার, হলো না ঠাঁই সে দেশে থাকার।

সেই ভূমিহীন বৃদ্ধা-বনিতাকে বুকে তুলে নিলো যারা

তারাই মুসলিম বীর ফিলিস্তিনি, পাশে প্রতিবেশী তারা।

আজ সেই ইহুদি মৃত্যু দানব হয়ে ভূমি দস্যু, ইজরায়েল

তাদের বর্বর নির্যাতনে নিল জন্ম হামাস আজরাইল!

শপথ এ বীর হামাসের আজ প্রতিরোধ ডাক জিহাদের

মুক্ত করব পবিত্র আকসা, পূরণ করব ঋণ শহীদদের।

হতাশা জাতির ক্রন্দন গুনে রূপ পেল আজ স্বাধীনতার

শোকর খোদার খুশিতে মাতে বিশ্ব মুসলিম শুনে খবর।

হও হুঁশিয়ার দখলদার,এ ইঞ্চি ইঞ্চি মাটিই তোমার লয়,

জালিমের কারাগার রুদ্ধ থাকবে না একদিন হবে জয়।

হামাসের ঐ বজ্র আঘাতে গেল শত প্রাণ, নত হল শীর,

শত শত্রু হলো বন্দি প্রতিশোধ নিলো

ফিলিস্তিনি বীর।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

আবু জাফর মহিউদ্দীন

Author: আবু জাফর মহিউদ্দীন

কবিতা লিখি, কবিতা ভালোবাসি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

কবিতা দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ

দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ দ্রব্যমূল্যর উর্ধবগতি বাড়ছে দিনে দিনে, অনাহারীর মুখের খাবার কেড়ে নিছে লোকে । সোনারদেশ বাংলাদেশ এখন

কবিতা: বিজয়ের গান

বিজয়ের গান মোহাম্মদ আকিফ মনসুরী একাত্তরে মুক্তিসেনা দিলো কত প্রাণ। তাঁদের জন্য পেলাম স্বদেশ বিজয় ফুলের ঘ্রাণ। কত শহিদের কত

One Reply to “হামাসের প্রতিশোধ”

Leave a Reply