হামাসের প্রতিশোধ

0

কালের সাক্ষী হয়ে ঘাত-প্রতিঘাতে জর্জরিত ফিলিস্তিনি

হারিয়েছে শত প্রাণ, এখনো কাঁদে মায়ের আঁচল খানি।

যেই দেশ ছিল স্বাধীন মুক্ত, অন্যের দুঃখে কাঁদিতো প্রাণ

তারাই আজ বঞ্চিত তারা ভূমিহীন, নেই অধিকার-মান।

ইতিহাস বলে, লক্ষ ইহুদি নিধনযজ্ঞে জার্মানীর হিটলার

যে প্রাণে পেল নিস্তার, হলো না ঠাঁই সে দেশে থাকার।

সেই ভূমিহীন বৃদ্ধা-বনিতাকে বুকে তুলে নিলো যারা

তারাই মুসলিম বীর ফিলিস্তিনি, পাশে প্রতিবেশী তারা।

আজ সেই ইহুদি মৃত্যু দানব হয়ে ভূমি দস্যু, ইজরায়েল

তাদের বর্বর নির্যাতনে নিল জন্ম হামাস আজরাইল!

শপথ এ বীর হামাসের আজ প্রতিরোধ ডাক জিহাদের

মুক্ত করব পবিত্র আকসা, পূরণ করব ঋণ শহীদদের।

হতাশা জাতির ক্রন্দন গুনে রূপ পেল আজ স্বাধীনতার

শোকর খোদার খুশিতে মাতে বিশ্ব মুসলিম শুনে খবর।

হও হুঁশিয়ার দখলদার,এ ইঞ্চি ইঞ্চি মাটিই তোমার লয়,

জালিমের কারাগার রুদ্ধ থাকবে না একদিন হবে জয়।

হামাসের ঐ বজ্র আঘাতে গেল শত প্রাণ, নত হল শীর,

শত শত্রু হলো বন্দি প্রতিশোধ নিলো

ফিলিস্তিনি বীর।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

আবু জাফর মহিউদ্দীন

Author: আবু জাফর মহিউদ্দীন

কবিতা লিখি, কবিতা ভালোবাসি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

One Reply to “হামাসের প্রতিশোধ”

Leave a Reply