1
আমি হাসপাতালের শয্যা থেকে বলছি
দিন শেষে বলি, এইতো আরো একটা দিন বেঁচে গেছি
নরকের যন্ত্রণা সহ্য করে বেঁচে আছি
প্রতি প্রহর পাড় করার পরে
মনে হয় শুয়ে ছিলাম এক শতাব্দী ধরে।
হাসপাতালের শয্যা থেকে বলছি
আমি হতোভাগা, আমি পুরা কপালি তাই বুঝেছি
রোজ কতো কষ্ট,যন্ত্রণা,আর্তনাদ দেখছি,
কারো হাত,কারো পা,কারো চোখ নাই
মরণেই একমাত্র শান্তি যেখানে সুখ খুঁজে পাই।
আরো পড়ুন-
- নারী শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান
- গমের আটার রুটি রেসিপি
- সবজি বিরিয়ানি রেসিপি
- সেরা অনলাইন শপিং সাইট
- সৃজনশীলতার প্রয়োজনীয়তা

1
অসুস্থ হলে সুস্থতার মর্ম বুঝা যায়
চমৎকার লেখা। অনেক অভিনন্দন।