ভারত মাতা- Dipankar Saha (Deep)

2

নমঃ নমঃ নমঃ      ভারত মাতা।
তব চরণে করি     নত মাথা।।
তুমি আমাদের   জন্মদাতা-
এই জীবনের শক্তিদাতা।।

দুঃখ অশনি তথা
তারি মাঝে মঙ্গল ধ্বনি গাঁথা।
দুঃখ সুখ দৈন্য লেশ হীনমন্যতা
তুমি আমাদের ভাগ্য বিধাতা।।

নমঃ নমঃ নমঃ      হে শ্রেষ্ঠা
ঐক্য বন্ধন ঐক্যতা।
স্বর্গ সুখ,অলকানন্দা-
অবিরত বহে সকল দেবতা।।

হিন্দু মুসলিম খ্রিষ্ঠান বোদ্ধা,
এক দেহে লীন হয় একতা।
তব চরণে করে বন্দনা-
তুমি আমাদের সুখশান্তি ত্রাতা।।

প্রভাত সন্ধ্যা রাত্রি দিবা
শশী রবি গিরি নদী মালা।
তব গীতে করে আরাধনা।
শুদ্ধ হয় শোনে কোরান ও গীতা।।

হে মম         ভারত মাতা
তব পবিত্র অঙ্গ আঙ্গিনা
ধন্য  এ জীবনের কাব্য কথা
পেয়ে তব স্নেহ মমতা।।

নমঃ নমঃ নমঃ ভারত মাতা
তব চরণে করি নত মাথা।।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

2

Dipankar Saha Deep

Author: Dipankar Saha Deep

নাম-দীপঙ্কর সাহা। ডাক নাম -দীপ। ছদ্মনাম- দীপশেখর। বাবার নাম-দিলীপ সাহা। মায়ের নাম-শান্তা সাহা। ভাইএর নাম-ত্রিদ্বীপ ভৌমিক। পেশা-ভাস্কর্য শিল্পী,কবি, লেখক, গায়ক।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

One Reply to “ভারত মাতা- Dipankar Saha (Deep)”

Leave a Reply