0
তুমি যদি আর কোনদিন না হাস আমি কি করব? আমি মরে যাব? কোনদিনই মরবনা, বলব,আবার হাস আবার হাস।তারপরও যদি না হাস? চেয়ে থাকব কখন তুমি হাস।যদি একেবারেই না হাস?বলব, একদিন না একদিন তো হাসবে কারন হাসি ছাড়া তো কেউ বাঁচতে পারেনা।

0
তুমি যদি আর কোনদিন না হাস আমি কি করব? আমি মরে যাব? কোনদিনই মরবনা, বলব,আবার হাস আবার হাস।তারপরও যদি না হাস? চেয়ে থাকব কখন তুমি হাস।যদি একেবারেই না হাস?বলব, একদিন না একদিন তো হাসবে কারন হাসি ছাড়া তো কেউ বাঁচতে পারেনা।
আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)