আমায় মোনাজাতে রাখিয়

0

 

চলার পথে অনেকেই হারিয়েছি বলার মতন নয়
জানি না কোনদিন তাদের মত হারিয়ে যাব
পার যুদি মোনাজাতে আমায় সরণ রাখিয়।।

ঘর থেকে কবরের পথে দ্রুত যেয়
সমাধির শেষে কবরের উপর খেজুরের ডাল দিয়
সব শেষে মোনাজাতে আমার নাম ধরে পরপারে শান্তির কামনা করিয়।।

পৃথিবীতেকে নেওয়ার কিছু নাই
তাই আজ খালি হাতে যাই
জগত বাসী দেখবে আমায়
এই যেনো লাশ নায় যাত্রী যাচ্ছে আপন ঠিকানায়।।

নিজাম কয় ভাবিয়া এত দিন চিলাম আমি কি নিয়া
মরণ আমায় রেখেছে গিরিয়া
শূন্য দেহ যাবে রাখিয়া
আমায় তোমরা দেখিয়া না চাইয় কাদিয়।।

কথাঃ……মোহাম্মদ নিজাম আহমদ কোরেশী

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Nizam Qureshi

Author: Nizam Qureshi

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply