বাস্তবতা

1

যে মানুষটা ছেড়ে যাওয়াতে আপনি পাগলের মতো নিজেকে অগুছালো করে ফেলছেন সে ঠিকি সুস্থ ভাবে অন্য কাওকে নিয়ে নিজের মতো ভালো আছে
যে মানুষটার চলে যাওয়ার কষ্টে আপনি হাত কেটে রক্তাক্ত করছেন সে ঠিকি নিজের হাতে মেহেদী দিয়ে অন্য কারোর নাম লিখছে

যাকে না পাওয়ার আক্ষেপে আপনি কান্না করে রাত জেগে চোখের নিচে কালো দাগ করছে সে দিব্যি নিজের অনুভূতি রাত জেগে অন্যকারোর সাথে শেয়ার করছে
যাকে আপনি ভেবেছিলেন জীবনের একমাত্র সুখ তার কাছে আপনি এখন একটি বিষাক্ত কাটা যে কাটা উপরে ফেলতে পারলেই সে সবচেয়ে বেশি খুশি হতো

যে মানুষটাকে না পাওয়ার আক্ষেপে আপনি দিনের পর দিন না খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছেন সে কিন্তু ঠিকি রেস্টুরেন্টেে বসে অন্য কাওকে খাইয়ে দিচ্ছে বা খাচ্ছে
যাকে না পাওয়ার কষ্টে আপনি ভাবছেন আপনার সবকিছু শেষ হয়ে গেছে অথচ তার জীবনে আপনি চলে আসাতে কোন প্রভাবি পরেনি

যে মানুষটা আপন না হওয়াতে আপনি নিজের মা বাবা আপনার জন্য করা শত শত কষ্ট ভুলে নিজের জীবন শেষ করার কথা ভাবছেন অথচ সেই মানুষটা আপনাকে মনেই করছে না

যে মা ১০ মাস ১০ দিন মৃত্যু যন্ত্রণা সহ্য করে আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছে আজ কোন এক ব্যাক্তির জন্য নিজেকে শেষ করার কথা ভাবছেন যে মানুষটা নাকী আপনার জীবনে কয়েক বছর ধরে মিথ্যা ভালোবাসা নিয়ে ছিলো

জীবন কখনি থেমে থাকবে না যেমন থেমে নেই আপনার একসময় প্রিয় মানুষটার হে জীবনে শেষ হয়ে যায় যদি আপনি তা শেষ করেন। আপনার হয়তো কষ্ট হবে অনেক কিন্তু সবকিছু সাথে মানিয়ে নিয়ে আবেগ বাদ দিয়ে বাস্তবতা ভেবে দেখুন একবার ❤️

জীবনে কারোর জন্য কষ্ট পাওয়ার আগে ১০ মাস ১০ দিন গর্ভধরণ করা মার কথাটা ভেবে দেখবেন একবার ❤️🙂

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

Sakib Hossain

Author: Sakib Hossain

আমার লেখা পড়ুন নিজের মন্তব্য তুলে ধরুন 💜

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ

  গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ গরীব কৃষকের মেয়ে তাছলিমা প্রাথমিক শিক্ষা শেষ করেছে।আভাব অনটনের সংসার তাই

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ নুরের নবী দয়ার ছবি এলেন দুনিয়ায়, আলোকিত করলেন সমস্ত দুনিয়া। নুরের নবী দয়ার খনি

ছলনা

ভালবাসি বললে ভুল হয়। বলতে হয় ঘৃণা করি।কারন, ভালবাসার নামে তুমি যা দিয়েছ সব ছলনা। তুমি এমন ভালবাসা কেন দিলে

বড়ো সাধ

বড়ো সাধ মোঃ রুহুল আমিন এই ধরাতে শতো বছর বেঁচে থাকতে চাই, মানুষ হলে মানুষ কূলে পাবো তখন ঠাঁই। দেহের

One Reply to “বাস্তবতা”

Leave a Reply