ইসলামী বক্তা সমাচার

0

বক্তা নাকি ভোক্তা

 

বক্তা মানেই দুনয়া-লোভী, বক্তা মানেই জাহেল

বক্তা মানেই শয়তানেরই আক্রমণে ঘায়েল

 

খ্যাতির পিছে ছুটছে তারা নাইবা থাকুক এলেম

‘নাম’ ওপরে থাকলে তাদের ভাবছে, ‘সবই পেলেম’

 

বক্তা মানেই অহংকারী, বক্তা মানেই জাহেল

বক্তা মানেই হৃদয় তাহার মালের প্রতি ‘মায়েল’। [আকৃষ্ট]

 

বক্তা মানেই নেই আরবীর জ্ঞানটুকু ঠিকমতো

বক্তা মানেই অল্প জ্ঞানী বেকুবের দল যত

 

বক্তা মানেই লজ্জাহীন আর বক্তা মানেই জাহেল

বক্তা মানেই মানুষ থেকে লক্ষ টাকার ‘সায়েল’। ‌ [দাবীকারী/ভিক্ষুক]

 

বক্তা তো নয় ভোক্তা এরা, আশা তাদের মাল

সময় এলো, খুলতে হবে এদের ভিতর-হাল

 

[কবিতাটি সামগ্রিক দৃষ্টিতে লেখা হয়েছে]

 

 

লেখা: লুবাব হাসান সাফ‌ওয়ান

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

লুবাব হাসান সাফ‌ওয়ান

Author: লুবাব হাসান সাফ‌ওয়ান

লুবাব হাসান সাফ‌ওয়ান ঠিকানা: নোয়াখাল কর্ম: ছাত্র পড়াশোনা: আল-ইফতা ওয়াল হাদীস [চলমান] প্রতিষ্ঠান: মাদরাসাতু ফায়দ্বিল 'উলূম নোয়াখালী

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply