এতিম লালন পালনে বিনিময়ে গ্রহণ

0

তারা পেটে আগুন ভর্তি করছে যারা অন্যায় ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে। আবার অনেকে বিভিন্ন কৌশলে এতিমের সম্পদ ভক্ষণ করে। এতিমকে লালন পালন করার নামে এক শ্রেণীর মানুষ তাদের সম্পদ আত্মসাৎ করে। এরা বিভিন্ন কৌশলে সম্পদ ভক্ষণ করলেও সবগুলো আত্মসাৎ এর পর্যায়ে পৌঁছাবে। আর এদের সবার পরিণতি অত্যন্ত ভয়ংকর। এরা এতিমের সম্পদ খাচ্ছে না বরং এরা জাহান্নামের আগুন ভক্ষণ করছে। এরাই হবে জাহান্নামের ইন্ধন। যারা এতিমের সম্পদ ভক্ষণ করে তাদের এই ভয়ানক পরিণতির কথা আল কুরআনে আল্লাহ তায়ালা বলেন,

 

اِنَّ الَّذِیْنَ یَاْكُلُوْنَ اَمْوَالَ الْیَتٰمٰى ظُلْمًا اِنَّمَا یَاْكُلُوْنَ فِیْ بُطُوْنِهِمْ نَارًا وَ سَیَصْلَوْنَ سَعِیْرًا

 

যারা এতিমদের ধন-সম্পদ অন্যায়ভাবে খায়, তারা আগুন দিয়ে নিজেদের পেট পূর্ণ করে এবং তাদেরকে অবশ্যি জাহান্নামের জ্বলন্ত আগুনে ফেলে দেয়া হবে।

[সুরা আন নিসা, আয়াত: ১০]

 

এতিমকে যদি কোন দুঃখী পরিবার তথা অর্থনৈতিকভাবে অসচ্ছল এমন পরিবার লালন পালন করে তাহলে তারা লালন পালনের বিনিময়ে সম্পদ গ্রহণ করতে পারবে। কিন্তু সম্পদশালী কোন পরিবার বিনিময় গ্রহণ করতে পারবে না।

 

এই আয়াতে এতিমদের ব্যাপারে যেভাবে সাবধানতা অবলম্বনের নির্দেশ আল্লাহ দিয়েছেন আমাদের অন্য সকল বিষয়েও তথা প্রত্যেক ব্যক্তির অর্থনৈতিক অধিকারের ব্যাপারে যথেষ্ট সচেতন থাকা প্রয়োজন সেই নির্দেশনাও প্রদান করেছেন। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহতালা আমাদের হালাল পন্থায় লেনদেন করার এবং অর্থনৈতিক উৎসগুলো হালাল করার তাওফিক দান করুন।

 

— ফারুক আব্দুল্লাহ

— ২৭-০৫-২০২৩


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

ফারুক আব্দুল্লাহ

Author: ফারুক আব্দুল্লাহ

শৈশব গ্রামে কাটলেও কৈশোরকাল থেকেই শহুরে জীবনে অভ্যস্ত। গাঁয়ের মক্তবেই মূলত পড়ালেখার হাতেখড়ি। দেশসেরা মাদরাসায় পড়ার সৌভাগ্যও হয়েছে। ইসলামী শিক্ষায় শিক্ষিত একজন তরুণ। ইসলামী শিক্ষা ও গবেষণা বিষয়ক কয়েকটি সংস্থায় কাজ করার পাশাপাশি লেখালেখিতে মনোযোগ দিয়েছি। আরব পূর্বযুগ থেকেই সাহিত্যে চির উন্নত। দেশে ইসলামী সাহিত্যের অবহেলিত করুণ অবস্থা দেখে বুক কষ্ট হয়। দৃঢ় প্রত্যয় নিয়ে লিখছি ইসলামী আদর্শ পৌছেঁ দিবো প্রতিটি সেক্টরে। আমাদের সকল আয়োজন যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আমিন।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা আল কোরআনের প্রতীক আফছানা খানম অথৈ

আল কোরআনের প্রতীক আফছানা খানম অথৈ মা আমেনার গর্ভেতে জন্ম নিলো এক মহামানবের, নাম হলো তার মুহাম্মদ রাসুল আসলো ভবের

ফোরাত নদীতে স্বর্নের পাহাড় আফছানা খানম অথৈ

ফোরাত নদীতে স্বর্নের পাহাড় আফছানা খানম অথৈ ইমাম মাহাদী (আ:) আগমনের পূর্বে ফোরাত নদীর তীরে স্বর্নের পাহাড় ভেসে উঠা কেয়ামতের

কবিতা দাজ্জাল আফছানা খানম অথৈ

দাজ্জাল আফছানা খানম অথৈ কেয়ামতের পূর্বে দাজ্জাল আসবে নিজেকে খোদা বলে দাবি করবে, কাফের মুনাফিক যাবে তার দলে ঈমানদার মুমিন

গল্প হযরত মুহাম্মদ (সা:) জীবনের গল্প আফছানা খানম অথৈ

জন্ম:হযরত মুহাম্মদ (সা:) বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রে বনি হাশিম বংশে ৫৭০ খৃষ্টাব্দে জন্ম গ্রহণ করেন।তার পিতার

Leave a Reply