কবিতা আল কোরআনের প্রতীক আফছানা খানম অথৈ

0

আল কোরআনের প্রতীক

আফছানা খানম অথৈ

মা আমেনার গর্ভেতে
জন্ম নিলো এক মহামানবের,
নাম হলো তার মুহাম্মদ রাসুল
আসলো ভবের দুনিয়াতে,
দ্বীনের আলো কলেমার দাওয়াত
দিলেন সবার মাঝেতে।
কলেমা সত্য ইসলাম সত্য
সত্য আল কোরআন,
দ্বীনের পথে এসো
হে মুমিন মুসলমান।
মূর্তিপূজা শিরকপূজা
সবই ইসলাম পরিপন্থী,
এসব বেদাত মানবে যারা
জাহান্নামী হবে তারা।
এক আল্লাহ সর্বেসর্বা
নাই যার কোন তুলোনা,
মনে প্রাণে বিশ্বাস কর
তাঁর সকল ফর্মুলা।
আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসুল
ন্যায়নীতির প্রতীক,
জীবন বাজি রেখে তিনি
কায়েম করলেন আল কোরআনের প্রতীক।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

Leave a Reply