কবিতা ( হাসি)

0

হাসি

“হাসি”

রোদের তিব্রতা থেকেও ভয়ংকর

তোমার হৃদয়স্পর্শিত হাসিটি

মা গো বলনা

কি রয়েছে তোমার হাসিতে

যা দেখলে আর মন চায় না কাদিঁতে

যার ঝংকার শুনলে ইচ্ছে করে

ডুবে যায় সুখের মহাসাগরে।

মা গো

তোমার হাসি সৃষ্টি সেরা সৌন্দর্য

থেকেও সুন্দর।

তোমার ওই হাসির জন্য

করতে পারি হাজার দ্বন্দ

তোমার ওই হাসিতে র‍য়েছে

এক মনোমুগ্ধকর ছন্দ।।

মা গো

ভালোবাসি তোমার হাসিকে

যা সুর তুলেছে রাখালেরও বাশিঁতে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা খারাপ পুরুষ আফছানা খানম অথৈ

কবিতা অভিনয় আফছানা খানম অথৈ খারাপ পুরুষ অতি চালাক অভিনয়ে সে সেরা ছলাকলার ফাঁদে পেলে হৃদয় করে কারা। ইনিয়ে বিনিয়ে

মহান পেশা

শিক্ষা পেশার শিক্ষকগণে দাবি আদায় নিয়ে, অধিকার তাই চাচ্ছে আজি রাজধানীতে গিয়ে। শিক্ষাদানে আলোকিত সমাজ গড়ে যারা, অবহেলার জীবন নিয়ে

বুদ্ধি হবে হাঁসের মাংস খান

প্রবাসী এক বোন প্রিসিলা দিলো মোরে জ্ঞান, বুদ্ধি হইলে সবি পাবেন হাঁসের মাংস খান। হাঁসের মাংসে বুদ্ধি বাড়ে খেতে বলেন

পাথর চুরি

অলির দেশে পাথর চুরি মেনে নেওয়া যায়, সাদা পাথর সোনা ভেবে সবাই নিতে চায়। কভার ভ্যানে নৌকা যোগে করে নিলো

Leave a Reply