বাংলা শব্দের অর্থ

কর শব্দের অর্থ কি?

কর শব্দের অর্থ বা, প্রতিশব্দ হচ্ছে- হাত, হাতির শুঁড়, আঙুলের ভাজ ইত্যাদি। এর আরেকটি অর্থ আছে, সেটি হচ্ছে সরকারি রাজস্ব। ইংরেজী ট্যাক্স থেকে এই অর্থটি এসেছে। বাংলায় Tax এর অর্থ মূল্য আদায় করা। তবে, এটিকে অর্থদন্ড ভাবার কোন কারণ নেই।

  • করপল্লব বলতে ফুলের পাতার মতো নরম হাত বুঝায়
  • করকমল বলতে বুঝায় পদ্মের মতো হাত
  • করমর্দন বলতে হাত ঝাকুনি বা, হ্যান্ডশেক বুঝায়

 

করী শব্দের অর্থ হাতি, আর করি-কর হচ্ছে হাতির শুঁড়। কর হচ্ছে দুই প্রকার- প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। বিভিন্ন পণ্যে যে মূল্য সংযোজন কর থাকে সেটি পরোক্ষ কর। আর, প্রত্যক্ষ কর হচ্ছে- সম্পদ কর এবং আয়কর।

সময় থাকলে আরো পড়ুতে পারেন-