একজন বই পড়ুয়া হিসেবে আমি অনলাইনে বই কেনার সাইট থেকে বই কিনতে পছন্দ করি। এটা সত্যি যে, বইয়ের দোকানে গিয়ে উল্টেপাল্টে বই দেখার মাঝে আলাদা এক রকম আনন্দ আছে। বইমেলা দেখতে গিয়ে বই কেনার মাঝেও অন্যরকম মজা পাওয়া যায়।
একইসাথে এটাও সত্যি যে, আপনার পছন্দের কোন দুর্লভ বই আপনার পছন্দের দোকানে পাবেন কি না, তার নিশ্চয়তা নেই। বই বাছতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়। মফস্বলে বা, গ্রামে পছন্দের বই পাওয়া যাবে এটা ভাবাও অনেক সময় বিলাসিতা। তবে, প্রতিষ্ঠিত অনলাইন শপ থেকে অর্ডার করলে খুব সহজেই এই সমস্যাগুলো এড়াতে পারবেন।
অনেক সাইটে আবার পাঠাতে একটু সময় নেয়, যেমন রকমারিতে আমার ক্ষেত্রে ৪ দিন পরে ওদের বই প্রস্তুতকরণ প্রক্রিয়া শেষ হয়েছে, এরপর পাঠিয়ে দিয়েছে। কেউ কেউ আরো দ্রুত পাঠায়।
বই অর্ডার করা যাবে এমন পাঁচটি সাইট
শুধু নাম দেখে এই তালিকা তৈরি করা হয়নি, যেসব সাইট অনলাইনে এখনো পাওয়া যাচ্ছে তাদের তালিকা এবং ওয়েবসাইটের ঠিকানা এখানে দেওয়া আছে। আপনারা চাইলে ভিজিট করে কিনতে পারেন(এইসব সাইটের সাথে আমাদের কোন সম্পর্ক নেই, আপনাদের সুবিধার জন্য তালিকা শেয়ার করছি)-
(বই পড়ার সাইট যারা খুজছেন তারা Wikisource দেখতে পারেন, সেখানে অনেক বই আছে যা পড়া যাবে)
১. রকমারি ডট কম
এই সাইটটি অনেকদিন থেকে অনলাইনে আছে, বলা চলে এখন এটি সবচেয়ে বিশ্বস্ত। রকমারি থেকে বই কেনার নিয়ম অন্য সব সাইটের মতোই। এখানে একটি একাউন্ট তৈরি করে ঠিকঠাক ঠিকানা এবং মোবাইল নম্বর দিতে হবে। এরপর বই পছন্দ করে Cart এ যোগ করে, অর্ডার করবেন।
(যারা Rokomari কে বই ডাউনলোডের ওয়েবসাইট বলে জানেন, তারা ভুল জানেন- এটা কেনাকাটার সাইট)
আমি পরামর্শ দেবো, আগে টাকা দিয়ে কেনার জন্য। এতে এরা হোম ডেলিভারি বা, বাড়ির কাছে কুরিয়ারের মাধ্যমে সারাদেশেই দিয়ে যায়। ক্যাশ অন ডেলিভারিতে কিনলে সম্ভবত সেটা হয় না, কুরিয়ারের অফিস থেকে নিয়ে আসতে হয়।
২. দারাজ ডট কম
অনলাইনে কেনাকাটার এই সাইটটি এখন সম্ভবত বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়। নানারকম সামগ্রীর সাথে বইও এখানে কিনতে পাওয়া যায়। Daraz Mall এর স্টোরও আছে যেটিতে বই পাওয়া যায়। অনলাইনে ইসলামিক বই ক্রয় করার কথা যারা ভাবছেন, এখানেও ভালো কিছু বই পাবেন।
ওদের সার্ভিসের সাথে যারা পরিচিত তারা একইরকম সার্ভিস বইয়ের ক্ষেত্রেও পাবেন। আমি নিজেও এখান থেকে বই কিনেছি, অনেকরকম বই ই পাওয়া যায়। San Tzu এর আর্ট অফ ওয়ার বা, আইনস্টাইনের Relativity সবই পাবেন যদি ওদের দোকানে থাকে।

৩. বুকশপবিডি
এখানে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের টেক্সবুক এবং সরকারি চাকরির গাইড পাওয়া যায়। বইমেলার বই এবং বিভিন্ন প্রকাশকের বইও পাবেন। ৫০ টাকায় সারাদেশে ডেলিভারি দেয়। নতুন বা, পুরাতন বই এখান থেকে ক্রয় করতে পারবেন।
আপনারা নিচে মন্তব্য করে বুকশপবিডিতে বই কেনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আপনার মন্তব্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আমার যেটা ভালো লেগেছে সেটি হচ্ছে- সব ধরণের বই আছে।
৪. বই বাজার ডট কম
১৫০০ টাকার চেয়ে বেশী টাকার অর্ডার করলে ওরা ফ্রি ডেলিভারি দিচ্ছে। নতুন প্রকাশিত বইয়ের জন্য আলাদা বিভাগ আছে যা নতুন স্বাদের চিন্তাভাবনা পেতে আপনাকে সাহায্য করবে।
অনেকেই জেনে খুশী হবেন, ই বুক pdf এখান থেকে ডাউনলোড করা যায়। এর জন্য আপনাকে কোন টাকা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি। আমি নিজেই লোভ সামলাতে পারছি না। অনলাইনে বই পড়ার সাইট হিসবেও এটাকে ব্যবহার করা যেতে পারে।

possible prices from the best online book store in BD. ?COD
৫. বুক হাউজ বিডি
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বইয়ের পাশাপাশি এখানে ভারতীয় বাংলা বই পাওয়া যায়। এছাড়া আইনের বই এবং বাচ্চাদের বই বুক হাউজে পাবেন। আমার কাছে ওয়েবসাইটটি ভালোই লেগেছে।
অল ইন্ডিয়া রিপোর্টার , Cambridge University Press আরো কিছু প্রকাশনীর বইগুলো এখানে আলাদা করে সাজানো আছে। সবচেয়ে ভালো হয়, এখান থেকে যারা বই কিনেছেন তাদের অভিজ্ঞতা কমেন্ট করে শেয়ার করলে।
অনলাইনে বই কেনার আরো ভালো কোন সাইট এর কথা জানা থাকলে মন্তব্য করুন, আমরা চেষ্টা করবো এই তালিকায় সেগুলো যোগ করে দিতে। কেনাকাটা অনলাইন শপ নামে কোন শপ খুজে পেলাম না, তবে অনেকে বলেন সেখানেও বই পাওয়া যায়।
আরো পড়ুন-
- অন্যপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত বই
- ১০ টি সেরা ইসলামিক বই
- বাংলাদেশের বইমেলার উদ্ভট যত বই
- বই রিভিউ: হাদিসের নামে জালিয়াতি
