জন্মভূমি বাংলাদেশ

0

 

এই রক্ত সবুজ কন্ঠে অর্জিত

অমৃত বাণী বাংলাদেশ।

শত অশ্রুর চেতনারূপ

বিশ্ব বিধাতার অগোচরে ঠাঁই,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

শতাধিক রক্তের হিল্লোল

সূর্যোলোক শোকায়িত লাল অজস্র বর্ষনে।

ভাষাতে বেদনার প্রশমিত

স্বাধীনতার উজ্জ্বল চেতনার মণি,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

বেদনায় কাতরাতে কাতরাতে

জিহ্বায় উচ্চারিত মুক্তি স্বাধীনতা।

হানাদারদের ইস্পাতের আঘাতে-

হাজার বছরের প্রেক্ষাপটে অভিনবত্ব,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

বাংলার ভাইয়ের প্রাণের মায়া ভুলে

রক্ত ঝরায়িত কিছু দেশেরই স্বার্থখোর।

টগবগ তাজা রক্তে দেহ নিথর

ক্ষোভ ব্রর্জের দস্যু পরাজিত করেছে,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

এখন পলকে বাংলার ঝলকে

নিঃশ্বাস ভরে বাংলার ভাটিয়ালি-বাউল।

কলমে সাজায় কবি ছন্দমালা

সরষে ফুলের বিছানায় সুসজ্জিত,

মোদের জন্মভূমি বাংলাদেশ।

 

আরো পড়ুন-

                       


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Mukta Akther

Author: Mukta Akther

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply