বাংলা শব্দের অর্থ

কদম ফুল সমার্থক শব্দ

কদম ফুলের অনেকগুলো সমার্থক শব্দ বা, অর্থ রয়েছে। যেমনঃ নীপ, বৃত্তপুষ্প, ললনাপ্রিয়, সুরভি, মেঘাগমপ্রিয়, সর্ষপ ইত্যাদি। এটি বর্ষাকালের ফুল। আষাঢ় এবং শ্রাবণ এই দুইমাস বর্ষাকাল। এটি মূলত আষাঢ় মাসে ফোটে।

  • চীন, ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর নানা দেশে এই ফুলের দেখা মেলে(মূলত দক্ষিণ এশিতেই)
  • যখন ফুল ফোটে তখন চারিদিকে এর সুগন্ধ ছড়িয়ে পড়ে
  • পাতার আড়ালে লুকিয়ে থাকা ফুলগুলোকে গ্রামের ছেলেমেয়েরা গন্ধ থেকেই খুঁজে বের করে

 

বাংলা ভাষায় অনেক রকম গান, কবিতা, গল্প ইত্যাদি আছে কদম ফুলকে কেন্দ্র করে। এই ফুল দেখতে যেমন নজরকাড়া গন্ধটাও তেমন সুন্দর। একটি ফুলের চারিদিকে যেন অনেকগুলো সরু ফুলের সমারোহ।

আগ্রহ থাকলে দেখুন-